মাধবপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত
প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন | সারাদেশ

শেখ জাহান রনি (মাধবপুর,হবিগঞ্জ) : হবিগঞ্জের জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালল উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আ'লীগ, যুবলীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন বিদ্যলায়ের শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে আলোচনায় সভা উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) রাহাত বিন কুতুব, ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, পুলিশ সুপার তোহা ইয়াসিন হোসেন, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী, যুগ্ম-আহ্বায়ক শংকর পাল চৌধুরী, পাঠান শ্রমিকলীগ সভাপতি সৈয়দ হাবিব রহমান, পঃপঃ কর্মকর্তা ইশতিয়াক মামুন, যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, তোফাজ্জল হোসেন চৌধুরী সহ প্রমুখ। আলোচনা সভা শেষে শেখ মুজিবুর রহমান জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর ভিডিও চিত্র প্রদর্শন এবং শিশুদের অংশগ্রহণ কেক কাটা হয়।